অজি সফরের আগে চমক! দাদাকে ৮০ কোটির বাংলো ‘উপহার’ দিলেন বিরাট কোহলি

অজি সফরের আগে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। নিজের গুরুগ্রামের ৮০ কোটির বিলাসবহুল বাংলোসহ একাধিক সম্পত্তির দায়িত্ব দাদা বিকাশ কোহলির হাতে তুলে দিয়েছেন তিনি।

জানা গেছে, ‘Power of Attorney’ মারফত এই সম্পত্তি হস্তান্তর করেন বিরাট। ওয়াজিরাবাদ তেহসিল অফিসে গিয়ে সব নথি রেজিস্ট্রি করেন তিনি, সঙ্গে ছিলেন দাদা ও আইনজীবী।

গুরুগ্রামের ডিএলএফ সিটি ফেজ ওয়ানে অবস্থিত বিরুষ্কার ওই বাংলোটি ১০ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে। রয়েছে সুইমিং পুল, গ্র্যান্ড বার ও অত্যাধুনিক ইন্টেরিয়র।

বর্তমানে পরিবার নিয়ে বেশিরভাগ সময় লন্ডনে কাটান বিরাট। তাই ভারতে থাকা সম্পত্তির দেখভাল সহজ করতে দাদার হাতে দায়িত্ব অর্পণ করেছেন তিনি। এই পদক্ষেপে নেটিজেনরা বলছেন, ‘সুন্দর মন না থাকলে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *