অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন সেশনেই নজর কাড়লেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দু’জনকে একসঙ্গে ব্যাট করতে দেখা গেল নেটে। তাঁদের সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে রেভস্পোর্টজ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
দীর্ঘ সময় ধরে অনুশীলনে ব্যস্ত ছিলেন দুই তারকা। একের পর এক নিখুঁত কভার ড্রাইভে বুঝিয়ে দিলেন—অভিজ্ঞতা দিয়েই এখনও সমান প্রাসঙ্গিক তাঁরা।
এই সিরিজেই অনেকটাই নির্ভর করছে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ। বোর্ডের বার্তা স্পষ্ট—এই সিরিজে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে হবে।
অন্যদিকে, শুভমান গিলের নেতৃত্বে শুরু হচ্ছে ভারতের ওয়ানডে অভিযান। তিনটি ম্যাচ হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে।
এখন সমস্ত নজর রোহিত–বিরাট জুটির দিকে—অস্ট্রেলিয়ার নেটে তাঁদের ব্যাটিংয়েই ফের জেগে উঠেছে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস।