‘আমি মোহনবাগানকে বাছিনি, ক্লাব আমাকে বেছেছে’, প্রথম দিনে রবসনের মুখে ব্যারেটোর কথাও

ফের সাম্বা ফুটবলের ঝলক দেখার জন্য তৈরি মোহনবাগান জনতা। অনেকেরই মনে পড়ছে জোসে র‍্যামিরেস ব্যারেটোর কথা। স্বাভাবিকভাবেই সবুজ-মেরুনের নতুন বিদেশি রবসন রবিনহোকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ব্রাজিলীয় ফুটবলার জানিয়ে দিলেন, ব্যারেটোর কথা জানেন তিনি। সেই সঙ্গে জানালেন, তিনি মোহনবাগানকে বাছেননি, মোহনবাগান তাঁকে বেছে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *