ফের সাম্বা ফুটবলের ঝলক দেখার জন্য তৈরি মোহনবাগান জনতা। অনেকেরই মনে পড়ছে জোসে র্যামিরেস ব্যারেটোর কথা। স্বাভাবিকভাবেই সবুজ-মেরুনের নতুন বিদেশি রবসন রবিনহোকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ব্রাজিলীয় ফুটবলার জানিয়ে দিলেন, ব্যারেটোর কথা জানেন তিনি। সেই সঙ্গে জানালেন, তিনি মোহনবাগানকে বাছেননি, মোহনবাগান তাঁকে বেছে নিয়েছে।
‘আমি মোহনবাগানকে বাছিনি, ক্লাব আমাকে বেছেছে’, প্রথম দিনে রবসনের মুখে ব্যারেটোর কথাও