এখনও উৎসবের রেশ কাটেনি! এর মধ্যেই মহারাষ্ট্রে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় বর্তমানে দ্বারকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে এবং পোরবন্দর থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। মৌসম ভবন জানাচ্ছে, আজ শনিবার এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। যার ফলে মহারাষ্ট্রের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। বিশেষ করে মুম্বই, থানে, পালঘর, রত্নাগিরি-সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিমি থাকবে বলেও জানানো হয়েছে।
উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন ‘শক্তি’, জারি সতর্কতা