আর্জেন্টিনার ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া, ফুটবল মাঠে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। কোপা আমেরিকা জেতার পর অবসর নিয়েছেন দি মারিয়া। আর বিশ্বকাপের আগের বছরই বিদায় জল্পনা উসকে দিয়েছেন মেসি। কিন্তু দি মারিয়া মনে করেন, এখনই শেষ নয়। মেসি অবশ্যই বিশ্বকাপ খেলবেন, এমনকী তার পরেও খেলবেন।
‘এখনই শেষ নয়, বিশ্বকাপের পরেও খেলবে’, মেসির অবসর জল্পনাকে পাত্তাই দিচ্ছেন না দি মারিয়া