অ্যাংরি ওম্যান’ তকমা নতুন নয় জয়া বচ্চনের জন্য। পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই তাঁর রাগ চর্চিত বিষয়। তবে বাস্তবে জয়া বচ্চন নন এমন মানুষ, জানালেন করণ জোহর।
ফিল্মফেয়ারের মঞ্চে করণ বলেন, “আমার ওকে ‘আন্টি জে’ বলে ডাকার অধিকার রয়েছে। উনি আমার কাছে মাতৃসম… জয়া আন্টির মন খুব নরম, এটা সকলের জানা উচিত, বিশেষ করে ছবিশিকারীদের।”
জয়ার মুখে তখন হাসি। ফিল্মফেয়ারে পুরস্কার নেওয়ার সময় শাহরুখ খান ও করণের হাতেই সম্মান পেয়েছেন প্রবীণ অভিনেত্রী।
