পথিকৃৎ বসুর পরিচালনায় জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন, চলতি বছর মে মাসেই সেখবর জানা গিয়েছিল। টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। ছবির নাম- ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। অনন্ত সিংয়ের বেশে কেমন লাগবে জিৎকে? সিনেমার ঘোষণা হওয়ার পর থেকে বাংলার সিনেদর্শকদের কৌতূহল তুঙ্গে। অবশেষে শুক্রবার, স্বাধীনতা দিবসে ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে লুক ফাঁস করলেন টলিউড সুপারস্টার খোদ।
কপালে রক্ততিলক, বিপ্লবীর বেশে চমক জিৎ! স্বাধীনতার লড়াই নিয়ে আসছে নতুন ছবি
