শোনা যাচ্ছিল, এশিয়া কাপের আগে ফিটনেস যাচাইয়ের জন্য ব্রঙ্কো টেস্টকে নতুন মানদণ্ড করা হবে। সেই সময় ইয়ো ইয়ো টেস্টের গুরুত্বও কিছুটা কমানো হয়েছিল। এরপরই প্রতিটি খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে এই পরীক্ষা দিতে হয়। কেন এই ‘কঠিন’ ফিটনেস টেস্ট ভারতীয় দলে চালু করা হয়েছে, সে বিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো।
বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “আজ আমরা ব্রঙ্কো দৌড় করেছি। এটা কিন্তু কোনও নতুন রান নয়। যা বিভিন্ন ধরনের খেলায় বছরের পর বছর ধরে চলে আসছে। দলের পরিবেশের কথা মাথায় আমরা এটা চালু করেছি। এই ধরনের পরীক্ষা থেকে দু’ভাবে সুফল পাওয়া যেতে পারে। প্রথমত, একে অনুশীলনের অঙ্গ হিসাবে ব্যবহার করতে পারি। দ্বিতীয়ত, পরিমাপ হিসাবেও একে ব্যবহার করা যেতে পারে। খেলোয়াড়রা তাদের অ্যারোবিক ফিটনেসের দিক থেকে কোথায় আছে কিংবা আমরা ঠিক দিকে এগিয়ে যাচ্ছি কি না, সেসব নিয়েও ধারণা পাওয়া যায়।”