‘গুজবে কান নয়, ধীরে সুস্থে পুজো করুন’, কুম্ভ থেকে শিক্ষা নিয়ে ছটে সতর্ক মমতা

”গুজবে কোনও কান দেবেন না।” ছটপুজোর উদ্বোধনে গিয়ে পুণ্যার্থীদের সাবধনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার ছটপুজো। এই সময় গঙ্গায় গিয়ে পুজো সারেন মানুষজন। লক্ষাধিক মানুষের সমাগম ঘটে সেখানে। কার্যত কুম্ভ থেকে শিক্ষা সেই ছটে এবার বিশেষ সতর্কতা প্রশাসনিক প্রধানের।

এদিন প্রথমে তক্তাঘাটে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে পায়ে হেঁটে দইঘাটে পৌঁছন। সেখান থেকে হিন্দিভাষী ভাই-বোনদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা জানানোর পাশাপাশি মানুষকে সতর্ক থাকার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ভয়ে থাকি, যাতে কোনওভাবে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়।” বিশেষ করে যাঁরা গঙ্গায় যাচ্ছেন তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, তাঁরা যাতে আস্তে আস্তে যান এবং সেভাবেই ফিরে আসেন। একসঙ্গে বহু মানুষ যাতে গঙ্গায় না নামেন, সেই আবেদনও রাখেন তিনি। এক্ষেত্রে নিরাপত্তায় থাকা কর্মী এবং আধিকারিকদের বিশেষ নজর রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ”একটা দল ফিরে আসার পর, আরেকটা দল যাতে যায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে।”

Leave a Reply