ঘূর্ণিঝড় মন্থা তাণ্ডবের পরও বিপদ কাটেনি! দক্ষিণ-উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। পরে এটি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হলেও, তার পরোক্ষ প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গেও বাড়ছে দুর্যোগ। বুধবার থেকে জলপাইগুড়ি, দিনাজপুর, মালদহে বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।

সমুদ্র এখনও উত্তাল, তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, আরব সাগরে নতুন নিম্নচাপ তৈরি হয়ে গুজরাট উপকূলে অবস্থান করছে, যদিও তার ল্যান্ডফলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply