সোশাল মিডিয়া ইস্যুতে তরুণ প্রজন্মের আন্দোলনে অস্বস্তিতে নেপালের কেপি শর্মি ওলি সরকার। ইতিমধ্যে পুলিশ-নিরাপত্তারক্ষী সং*ঘ*র্ষে মৃ*ত্যু হয়েছে ২০ জনের। আহত কমপক্ষে ২৫০ জন। এই অবস্থায় নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি জানাচ্ছে বিরোধী দলগুলি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, বিরোধীদের ক্রমাগত চাপে আন্দোলন থামাতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি দিয়েছেন ওলি। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। অন্য একটি সূত্রে বলা হচ্ছে, হিং*সা*ত্বক বিক্ষোভে প্রা*ণ*হা*নীর পর নিজেই পদত্যাগ করতে চান লেখক।
‘জেন জেড’ বিপ্লবে জ্বলছে নেপাল, মৃত অন্তত ২১, বিরোধী চাপে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর!