রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলায় সাংগঠনিক ঘাটতি মেটাতে ফের সক্রিয় হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, মঙ্গলবার থেকে অভিষেকের জেলাওয়ারি বৈঠক ফের শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বকে ডাকা হয়েছে কলকাতার ক্যামাক স্ট্রিটের দফতরে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে জেলার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জেলা নেতাদের সঙ্গে ফের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর তমলুক সংগঠনে
