মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের অ্যাকশন-থ্রিলার ‘রক্তবীজ ২’। দর্শকের প্রত্যাশা পূরণ করে প্রথম সপ্তাহেই ছবিটির আয় ছুঁয়েছে ৪.৫৫ কোটি টাকা, অর্থাৎ ৫ কোটির মাইলফলক ছোঁয়ার পথে।
ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তথ্যানুসারে, সপ্তাহজুড়ে ছবির দৈনিক আয় ছিল ২৫ থেকে ৮৫ লাখ টাকার মধ্যে। পুজোর ছুটিতে দর্শক ভিড় বাড়ায় ছবি আরও গতি পেয়েছে।
প্রথম ‘রক্তবীজ’-এর মতোই দ্বিতীয় খণ্ডেও বাস্তব ঘটনার ছোঁয়া— এবার দেখানো হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। গল্প, অভিনয় ও উপস্থাপনায় দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে শিবু-নন্দিতার এই প্রযোজনা।