কিছুদিন আগেই তাঁদের সম্পর্ক ভাঙনের খবর ছড়িয়ে পড়েছিল টলিপাড়ায়। কিন্তু পুজোর মরশুমে একসঙ্গে দেখা দিয়ে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন যশ-নুসরত। এবার যশের জন্মদিনে এক বিশেষ বার্তায় সম্পর্কের অন্তরঙ্গ দিক নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।
যশ-নুসরতের সম্পর্ক নিয়ে বরাবরই ছিল আলোচনার ঝড়— বিয়ে থেকে মাতৃত্ব, প্রতিটি অধ্যায়েই তাঁরা থেকেছেন খবরে। তবে সময়ের সঙ্গে সম্পর্ক আরও পরিণত হয়েছে তাঁদের। ছেলে ঈশান যেন হয়ে উঠেছে দু’জনের সম্পর্কের সেতুবন্ধন। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মন্তব্য না করলেও, এবার সঙ্গীর জন্মদিনে নিজের অনুভব জানাতে দ্বিধা করলেন না নুসরত।
একসময়ে সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরতের দুষ্টু-মিষ্টি মুহূর্ত দেখা ছিল নিয়মিত ব্যাপার। কিন্তু গত কয়েক মাসে সেই উপস্থিতি ছিল অনেকটাই কম। তাই অনুরাগীদের কৌতূহলও ছিল তুঙ্গে— তাঁদের মধ্যে কী সত্যিই দূরত্ব বেড়েছে? কিন্তু জন্মদিনের পোস্টে ‘শব্দ’ নয়, ‘অর্থ’ দিয়েই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন নুসরত। ফ্রেমে ধরা পড়ল কখনও গঙ্গার ধারে তাঁদের রোম্যান্স, কখনও আবার পরস্পরের খুনসুটি।
সবশেষে সেই ভাইরাল বার্তা—
‘বার্থডে বয়’ যশের উদ্দেশে নুসরত লিখেছেন, “সারা পৃথিবীর সঙ্গে একজোট হয়ে লড়াই করা থেকে আমাদের একে-অপরের সঙ্গে লড়াই করা (এসবের মাঝেই এখনও সম্পর্ক অটুট )। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখও দিয়েছি। ঝগড়া, অশান্তি করতে আমরা রীতিমতো পারদর্শী। আমার ‘প্রিয় মাথাব্যথার কারণ’ আজ এই বিশেষ দিনে তোমার শান্তি এবং সাফল্য কামনা করছি। শুভ জন্মদিন> এক পৃথিবী শুভেচ্ছা রইল।”