তাঁকে নাকি বন্দি করেছিল পাকিস্তান! হাস্যকর দাবি উড়িয়ে সিঁদুর যোদ্ধা শিবাঙ্গীর সঙ্গে ছবি রাষ্ট্রপতি মুর্মুর

রাফালে যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং (Shivangi Singh)–এর পাশে দাঁড়িয়ে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।

গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল গুজব— পাকিস্তান নাকি এই পাইলটকে বন্দি করেছে।

বুধবার সেই মিথ্যা দাবি উড়িয়ে বাস্তবেই জবাব দিলেন রাষ্ট্রপতি, শিবাঙ্গীর সঙ্গে হাসিমুখে ছবি তুলে।

রাষ্ট্রপতি মুর্মু এদিন হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে রাফালে বিমানে উড়াল দেন, সঙ্গে ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং (A.P. Singh)।

তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি রাফালে বিমানে চড়েছেন।

২০২০ সালে ভারতীয় বিমানবাহিনীতে রাফালে অন্তর্ভুক্তির পর ‘অপারেশন সিঁদুর’ ছিল প্রথম বড় রাফালে–নেতৃত্বাধীন অভিযান।

তখন পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের কয়েকটি রাফালে বিমান নামিয়েছে।

যদিও ফ্রান্সের প্রস্তুতকারক সংস্থা দাসাল্ট (Dassault) জানায়, অভিযোগগুলি “ভুল ও ভিত্তিহীন”।

সবশেষে রাষ্ট্রপতির এই সফরের সেই ছবি যেন স্পষ্ট বার্তা দিল—

‘বন্দি নয়, বরং গর্বের সঙ্গে দেশের আকাশে উড়ছেন ভারতের সিঁদুর যোদ্ধারা।

Leave a Reply