দিল্লিতে যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের সমস্যা। গত বিধানসভা নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল এই যমুনা ইস্যু (Yamuna pollution)। শাসক বদলেছে, তবে সমস্যা পাল্টায়নি। এবার এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Chhath Puja Delhi) সম্ভাব্য ছটপুজোতে অংশগ্রহণকে ঘিরে। আপের অভিযোগ, প্রধানমন্ত্রীকে যাতে দূষিত জলে নামতে না হয়, সেই কারণেই বিজেপি তৈরি করেছে ‘নকল’ যমুনা নদী।
আপ নেতা তথা দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের অভিযোগ, প্রধানমন্ত্রীর জন্য আলাদা একটি কৃত্রিম পুকুর বানানো হয়েছে, যেখানে ঢালা হয়েছে বিশুদ্ধ পানীয় জল। অন্যদিকে, সাধারণ ভক্তদের পুজো করতে হচ্ছে যমুনার বিষাক্ত জলে, যা তাঁদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।
সৌরভ ভরদ্বাজ রবিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “বিহার নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারের জন্য বিজেপি মানুষের জীবন নিয়ে খেলা করছে। প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে তৈরি হয়েছে একটি ‘নকল ঘাট’, আর বাকিরা দূষিত যমুনার জলেই পুজো দিচ্ছেন।”
