নিজের বাড়ির অদূরে এবার আক্রান্ত হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক। শনিবার দুপুরে তিনি বিজেপি কর্মীদের বাড়ি যাওয়ার সময় কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিক্ষোভ এতটাই চরমে ওঠে যে নিশীথ প্রামাণিক গন্তব্যে যেতে না পেরে ফের বাড়ি ফিরে আসেন। এনিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দিনহাটার ভেটাগুড়িতে। তৃণমূলের বিরুদ্ধে কার্যত খড়গহস্ত নিশীথের পালটা হুঁশিয়ারি, ”ওদের সব গুন্ডামির জবাব দেবে মানুষ।” ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।
দিনহাটায় বাড়ির অদূরেই আক্রান্ত নিশীথ প্রামাণিক! কালো পতাকা নিয়ে জনতার বিক্ষোভ