ভারতীয় রেলের জাল চিন সীমান্তের কাছেও পৌঁছে দেওয়ার তোড়জোড় করা হচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে কয়েকজন আধিকারিক জানিয়েছেন যে চিন, বাংলাদেশ, মায়ানমার এবং ভুটান সীমান্ত লাগোয়া প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়ার জন্য ৫০০ কিলোমিটার রেললাইন পাতার কাজ করা হবে।
ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে বিভিন্ন দেশের সীমান্ত লাগোয়া যে রেললাইন তৈরি করা হচ্ছে, তাতে একাধিক ব্রিজ এবং টানেল তৈরি করা হবে। সবমিলিয়ে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩০০ বিলিয়ন টাকা। আর সবকিছু ঠিকঠাক থাকলে বছর চারেকের মধ্যেই কাজ শেষ হয়ে যেতে পারে বলে আশা করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।