‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে যিশু সেনগুপ্ত। বছর দুয়েক বাদে আবারও মুখুজ্যে মশাইয়ের ফ্রেমে দেখা যাবে ‘যিশু ম্যাজিক’। দিন কয়েক আগেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে শোনা গিয়েছিল, সৃজিতের ম্যাগনাম অপাস ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে নিত্যানন্দর চরিত্রে। শুক্রবার অভিনেতার লুক প্রকাশ্যে এনে ‘বিগ ফ্রাইডে’ চমক দিলেন পরিচালক। যেখানে যিশুকে দেখা গেল নিত্যানন্দর বেশে।
নিত্যানন্দ বেশে যিশু, গৌরাঙ্গের নাম নিয়ে সৃজিতের ‘বিগ ফ্রাইডে’ চমক !
