ভেনেজুয়েলার রাজপথে, দীর্ঘ বছর ধরে চলেছে এক অবিরাম লড়াই। স্বাধীনতার, গণতন্ত্রের, মর্যাদার। সেই সংগ্রামের মুখ, ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করেছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন এই সাহসী মহিলা। গণতন্ত্র ও মানবাধিকারের লড়াইকে অহিংস পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই বিশ্বসম্মান।
কমিটির বিবৃতি অনুযায়ী, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হচ্ছে “ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় তাঁর নিরলস সংগ্রাম এবং স্বৈরাচার থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য।”