ন্যাশনাল মেডিক্যাল কলেজ রাজ্যের জন্য এনে দিল নতুন সম্মান। পূর্ব ভারতের মধ্যে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে গুণমানের বিচারে শীর্ষে উঠেছে কলকাতার এই সরকারি মেডিক্যাল কলেজ। বিশেষ করে ‘প্রসূতি অপারেশন থিয়েটার’ এবং ‘লেবার রুম’-এর মানের নিরিখে এগিয়ে রয়েছে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ। এই মূল্যায়ন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অন্তর্গত ‘ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার’।
‘২৩ জুন’ কেন্দ্রীয় প্রতিনিধিদল প্রতিষ্ঠানটি ঘুরে দেখে। তারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে আলাপ করে। শুধু তাই নয়, ‘ওষুধ, যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার’—সবকিছু খুঁটিয়ে খতিয়ে দেখা হয়। এই সমীক্ষায় ‘গুণমানের পাস নম্বর ধরা হয়েছিল ৭০ শতাংশ’। সেখানে ‘প্রসূতি বিভাগের অপারেশন থিয়েটারে’ কলেজটি পায় ‘৯০.৮৩ শতাংশ’ এবং ‘লেবার রুমে’ পায় ‘৯৭.৫০ শতাংশ’ নম্বর