পদক খরা কাটালেন এশা সিং, বিশ্বকাপশুটিংয়ে স্বর্ণপদক জয়

আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতে নজির গড়লেন এশা সিং। মাত্র ২০ বছর বয়সেই শীর্ষস্থানে থেকে ভারতের পদক খরার অবসান ঘটালেন তিনি। হায়দরাবাদের এই তরুণ শুটার দেশের জন্য এনে দিলেন গৌরবের মুহূর্ত।

Leave a Reply