রাজ্যে বিশ্বকর্মা পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুধু ছুটির কথা জানাননি, পাশাপাশি রাজ্যবাসীকে বিশ্বকর্মা পুজোর (VishwaKarma Puja) শুভেচ্ছাও জানিয়েছেন।
এই সিদ্ধান্ত মূলত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) উদ্দেশে সম্মান প্রদর্শন করে নেওয়া হয়েছে। সম্প্রতি ভিনরাজ্যে গিয়ে বাংলায় কথা বলার কারণে একাধিক শ্রমিককে হেনস্থার ঘটনা সামনে আসে। তা ঘিরে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমে সরব হন এবং শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বানও জানান।