প্রতিবাদ হবে আইন মেনে, হিংসা নয়, বাংলায় এসআইআর ঘোষণা হতেই বলছে তৃণমূল

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশন অফিস ঘেরাও করা হবে। তবে হিংসা নয়, আন্দোলন হবে আইনি পথেই। কোনও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা তৃণমূলের। রাত ১২ টার পর থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক-উদ্বেগ। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি, ”একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আন্দোলন হবে। দিল্লিতে কমিশন ঘেরাও হবে।” তবে এসআইআর ইস্যুকে সামনে রেখে কোনও হিংসার ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে মানুষকে সংযত থাকারও বার্তা দেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, ”আমরা পাশে আছি। মুখ্যমন্ত্রী পাশে আছেন। হিংসা করবেন না।” এমনকী কোনও প্ররোচনায় পা না দেওয়ারও বার্তা দেন কুণাল ঘোষ।

Leave a Reply