পায়ের পাতা ভেঙে যাওয়া সত্ত্বেও তাঁর অসমসাহসী লড়াই মন জিতেছিল ক্রিকেটপ্রেমীদের। এবার প্রত্যাশার থেকেও কম সময়ের মধ্যে রিহ্যাব সেরে মাঠে ফিরতে চলেছেন তিনি-ঋষভ পন্থ। সূত্রের খবর, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার। তারপর তাঁকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে।
প্রত্যাশার থেকেও কম সময়ে প্রত্যাবর্তন! ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মাঠে ফিরছেন পন্থ?