শুক্রবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়তে নতুন প্রকল্পের ঘোষণা করলেন। এদিন তিনি রোজগার যোজনার আওতায় প্রথমবারের মতো বেসরকারি খাতের চাকরির ঘোষণা করেন। বেসরারি চাকরিতে প্রবেশ করা তরুণ-তরুণীদের জন্য ১৫ হাজার টাকা সহায়তার কথা ঘোষণা করেন তিনি।
এই প্রকল্প থেকে ৩.৫ কোটিরও বেশি যুবক যুবক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। মোদী নিদের ভাষণে আজ বলেন, ‘আমার দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করতে চলেছি আজ। আজ থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, বেসরকারি ক্ষেত্রে প্রথম চাকরি পাওয়া যুবক-যুবতীরা সরকারের কাছ থেকে ১৫,০০০ টাকা পাবেন।’