বঙ্গোপসাগর-ভারত মহাসাগর মিলিয়ে ৪৭৯৫ কিমি এলাকায় নোটাম জারি ভারতের, চরমে জল্পনা

অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনীই পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হা*ম*লা করতে। চারদিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা সম্মুখসমরে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তবে ভারতীয় নৌসেনা কোনও হামলায় অংশ নেয়নি। পরে ১০ মে প্রবল চাপে পড়ে ভারতকে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। নিজেদের নীতিতে অবিচল থেকে তাতে রাজি হয়ে যায় ভারত। এই আবহে অপারেশন সিঁদুরে সরাসরি কোনও অংশ নেয়নি নৌবাহিনী। তবে মুনিরের হু*ম*কির আবহে আরব সাগরে যুদ্ধ অনুশীলন করে নৌসেনা। আর এবার বঙ্গোপসাগরে মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালাতে পারে ভারত।

কয়েকজিন আগেই পাক সেনা প্রধান অর্ধেক বিশ্ব পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এর পর ভারত মিসাইল পরীক্ষণ করবে বঙ্গোপসাগর/ভারত মহাসাগরে। তার জন্য ২০ এবং ২১ অগস্ট জারি হয়েছে নোটাম। এর আগে ২৫৩০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছিল। তা বাড়িয়ে এবার ৪৭৯৫ কিমি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *