পূর্ব বর্ধমানের রমনা বাগানে দুটি হায়না শাবকের মধ্যে একটির মৃ*ত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃ*ত শাবক টিকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। এই মৃ*ত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কি কারণে মৃ*ত্যু হয়েছে বনদপ্তর তা ক্ষতিয়ে দেখছে।
বর্ধমানের রমনা বাগানে সদ্যোজাত হায়না শাবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। গাফিলতি কার? উঠছে প্রশ্ন।
