বাচ্চাদের ‘বেঙ্গল ফাইলস’ দেখানোয় অগ্নিহোত্রীর বিরুদ্ধে ধ্রুব রাঠির কটাক্ষ

বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ শুরু থেকেই সমালোচনার মুখে। এবার অভিযোগ, প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও এই ছবি দেখানো হয়েছে। ইউটিউবার ধ্রুব রাঠি প্রশ্ন তুলেছেন, “আপনি সত্যিই একটা প্রাপ্তবয়স্ক সিনেমা বাচ্চাদের দেখাচ্ছেন? এটা তো অপরাধ বলে গণ্য হওয়া উচিত। এত রক্তপাত, হিংস্রতা দেখিয়ে আপনি তো ওদের শৈশবটাকে নষ্ট করে দিচ্ছেন।”

প্রসঙ্গত, ছবিটি সেন্সর বোর্ড থেকে A সার্টিফিকেট পেয়েছে। তবুও খুদে দর্শকদের উপস্থিতি নিয়েই বিতর্ক তীব্র হয়েছে। এদিকে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে বিজেপি ঘনিষ্ঠ সংগঠন ‘খোলা হাওয়া’, যেখানে থাকবেন অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *