বারবার মত পরিবর্তন, হোটেল ছেড়ে অবশেষে স্টেডিয়ামের পথে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দলের অবস্থাকে যেন খ্যাপা কুকুরের সঙ্গে তুলনা করা যায়। তাদের আচরণে অনিশ্চয়তা এতটাই যে নিজেরাই বুঝতে পারছে না কোন পথে এগোচ্ছে। আজ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (Pakistan vs UAE) খেলতে নামছে তারা। এই ম্যাচে হেরে গেলে এশিয়া কাপ (Asia Cup2025) থেকে ছিটকে যাবে পাকিস্তান। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক নাটক।

ভারতের বিরুদ্ধে ম্যাচে করমর্দন বিতর্কের জেরে নতুন জটিলতা তৈরি করেছিল পাকিস্তান। তাদের অভিযোগ ছিল, সেই ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফটের নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা করমর্দনে রাজি হননি। এ বিষয়ে পাকিস্তান আইসিসিকে চিঠি লিখে দাবি জানায়, পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরাতে হবে। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, এই দাবি মানা সম্ভব নয়।

বুধবার সকালে খবর আসে, পাকিস্তানের ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকছেন না জিম্বাবোয়ের পাইক্রফট। পরিবর্তে দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। কিন্তু বিকেলেই পরিস্থিতি বদলে যায়। হঠাৎ ঘোষণা করা হয়, পাকিস্তান-আমিরশাহি ম্যাচে পাইক্রফটই থাকবেন। সেই খবরে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান দল। নির্ধারিত সময়ে তারা হোটেল থেকে বেরিয়েও আসেনি।

শেষমেশ জানা যায়, সময় গড়াতেই পাকিস্তান দল বাসে করে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছে। একই সঙ্গে তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ম্যাচ যেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে শুরু হয় (Match will start after one hour)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *