বালিপাচার কাণ্ডের তদন্তে নেমে বড় সাফল্য ইডির। লাখ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ীর বাড়ি থেকে। রিপোর্ট অনুযায়ী, ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা নগদ উদ্ধার করেছে ইডি। এদিকে টাকা গোনার কাজ এখনও জারি আছে বলে জানা গিয়েছে। এদিকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে গাড়িতে তল্লাশি চালাচ্ছেন অফিসাররা।
বালিপাচার কাণ্ডে হানা ইডির, ফের একবার বাংলায় উদ্ধার ‘টাকার পাহার’