‘বালোচিস্তান স্বাধীন দেশ’ বলায় সলমনকে ‘সন্ত্রাসবা*দী’ তকমা দিল পাক সরকার

সৌদি আরবের রিয়াধে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সলমন খান। আর সেই অনুষ্ঠানেই ভারতীয় ছবি নিয়ে বক্তব্য রাখেন সলমন। ভারতীয় বিনোদুনিয়া নিয়ে সলমনের সেই মন্তব্যকে নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ঠিক কী বলেছিলেন এদিন সলমন?

সৌদি আরবে, রিয়াধের বুকে এই অনুষ্ঠানে সিনেমার জয়গান গেয়ে সলমন বলেন, আপনি যদি একটা হিন্দি ছবি তৈরি করেন তা সৌদি আরবে মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে তেমনই আপনি তামিল, তেলেগু, মালয়লম যে কোনও ভাষায় ছবি তৈরি করলেই তা এখানে মুক্তি পেলে বিপুল ব্যবসা করবে। এখানে আফগানিস্থান, পাকিস্তান ও বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে কাজ করছে, সফল হচ্ছে।’ ব্যস সলমনের এই মন্তব্যের পরই রীতিমতো মতো ভাইরাল হয় এই ভিডিও। তার সঙ্গেই ছড়িয়ে পড়ে যে, অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে বালোচিস্তানের নাম উল্লেখ করাতে নাকি পাকিস্তান সরকার সলমনকে

Leave a Reply