ওয়ানডে সিরিজ হারের পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু সেই সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। বুধবার ক্যানবেরায় মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। কিন্তু বারবার সেই ম্যাচে থাবা বসিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত মাত্র ৯.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। তারপরে ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়াররা।
বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম টি-২০, প্রাপ্তি সূর্যর ফর্মে ফেরা
