‘SIR আতঙ্কে’ বীরভূমে মৃত বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের বাড়িতে অনুব্রত মণ্ডল। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দিলেন পাশে থাকার। সকলের উদ্দেশে অনুব্রতর বার্তা, “দিদি-অভিষেক আছেন, চিন্তার কোনও কারণ নেই। কেউ ভয় পাবেন না।”
‘ভয় পাবেন না, মমতা-অভিষেক আছে’, ‘SIR আতঙ্কে’ মৃত ক্ষিতীশের বাড়ি থেকে বার্তা অনুব্রতর
