‘ভোটের জন্য মঞ্চে নাচতেও পারেন প্রধানমন্ত্রী’, বিহারে বেনজির তোপ রাহুলের

নিজেদের ‘ঘরেলু বিবাদ’ কাটিয়ে প্রায় দু’মাস বাদে বিহারের ভোটপ্রচারে গেলেন রাহুল গান্ধী। আর ভোটমুখী বিহারে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কার্যত বেনজির ভাষায় ব্যক্তিগত আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল বললেন, “ভোটের জন্য সব করতে পারেন প্রধানমন্ত্রী। এমনকী মঞ্চে উঠে নাচতেও পিছপা হবেন না তিনি।”

Leave a Reply