ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। লড়াইয়ের ময়দানে একে একে নামে পড়ছে সব দল। এর মাঝেই আসন রফা করতে না পারলেও প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসেছে আরজেডি। বিহারের সব বাড়িতে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। তাঁর দাবি ঝড় তুলেছে বিহারের রাজনৈতিক মহলে।
বিহারের হাই ভোল্টেজ নির্বাচনের আগে আরজেডি নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের জানিয়েছেন, বিহারে বিরোধী জোট ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় এলে, সরকার গঠনের ২০ দিনের মধ্যে রাজ্যের সব পরিবারের অন্তত একজন সরকারি চাকরি পাবেন। তেজস্বীর দাবি, বিহারের কোনও বাড়ি এমন থাকবে না যেখানে চাকরি নেই।