ভোটে বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর দাবি, কমিশনের বৈঠকের আগে দিলীপের মন্তব্যে জল্পনা

নির্বাচনের আগে ফের সরব হলেন দিলীপ ঘোষ। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলে তিনি নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিলেন। সোমবার জাতীয় নির্বাচন কমিশন-এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত বৈঠকের আগে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে। ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়। ভোট লুটপাট হয় বুথের ভিতরে…।” পাশাপাশি তিনি আরও বলেন, “বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে। তাহলেই নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার প্রেক্ষিতে ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী ইস্যুকে সামনে এনে চাপ বাড়াতে চাইছে বিজেপি। ভোটমুখী বাংলায় এই দাবি যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে, তা মানছেন পর্যবেক্ষকেরা।

Leave a Reply