সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া এবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। শক্তির বিচারে ভারত অনেকটাই এগিয়ে, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না সূর্যরা। জয়ের সঙ্গে সঙ্গেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে।
দলে কোনও পরিবর্তন আসছে না, পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নেমেছিল, সেই দলই খেলবে। আগের ম্যাচে বুমরাহ ছন্দে না থাকলেও টিম ম্যানেজমেন্ট চিন্তিত নয়। সূর্য বলেই দিয়েছেন, “বুমরাহ রোবট নয়, যে কারও খারাপ দিন আসতে পারে।”
দুবাইয়ের গরমে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ধারাবাহিক ফর্মে থাকা কুলদীপকে দলের এক্স-ফ্যাক্টর বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি শুভমান গিল ও অভিষেক শর্মার ব্যাটিং ঝড়ও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।