মাটিতে শুভশ্রীর আঁচল লুটোচ্ছে দেখে হাতে তুলে নিলেন দেব! আবেগে ভাসলেন ‘DESU’ ভক্তরা

১০ বছরের অপেক্ষা শেষে ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেল দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে দিন নৈহাটিতে জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন তাঁরা। তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ‘দেশু’ ফ্যানেরা।

কারণ আছে—গত ১০ বছরে তাঁরা একসঙ্গে দেখা যায়নি, শুধু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। দেব-শুভশ্রী কেবল পর্দার জনপ্রিয় জুটি নয়, বাস্তবেও এক সময় প্রেম করেছিলেন। তবে পরে মতের অমিলের কারণে পথ আলাদা হয় এবং আসে বিচ্ছেদ। তারপরও ‘ধূমকেতু’-তে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু ছবি মুক্তি পেতে অনেক জটিলতা ছিল। তবুও, ১০ বছর ধরে ‘দেশু’ অনুরাগীরা ছবিটির আগুন জ্বালিয়ে রেখেছিলেন। নির্মাতারা সব বাধা কাটিয়ে শেষমেশ ১০ বছর পর ছবিটি মুক্তি দিতে সক্ষম হন।

ছবির প্রচারের সময় দেব-শুভশ্রী নিজেদের মধ্যে জমে থাকা সব মান-অভিমান ও দ্বিধা দূর করে একসঙ্গে হাজির হন। প্রথমে ‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চ ইভেন্টে মঞ্চে নজর কাড়েন, এরপর নৈহাটিতে দর্শকদের সামনে রংমিলন্তিতে উপস্থিত হয়ে নতুন করে চমক দেখান।

এদিন তাঁরা লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজে ওঠেন। পাশাপাশি মন্দিরে পুজো দেন এবং একে অপরের হাত ধরে দর্শকদের যুগল দর্শন দেন। এই মুহূর্তগুলো দেখে অনুরাগীরা আবেগে আপ্লুত হন। তাঁদের কাটানো প্রতিটি মুহূর্ত এবং ফ্রেম যেন ভক্তদের মনে আলাদা করে জায়গা করে নেয়। সেই টুকরো টুকরো সুন্দর মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়।

টলিউড অনলাইন নামে একটি পাপারাৎজি সংস্থার শেয়ার করা ভিডিয়োয় দেখা যায়, মন্দির থেকে বেরোতে গিয়ে শুভশ্রীর শাড়ির আঁচল মাটিতে পড়ে যায় এবং দেব তা তুলে নেন। তাঁর এই যত্নে নায়িকার মুখে হাসি ফুটে ওঠে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা কমেন্টে ভরে দেন। একজন লেখেন, ‘মনের সব অনুভূতিগুলো কি আর পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে রাখা যায়.?’ আরেকজন লেখেন, ‘দেব প্রকৃতই ভদ্রলোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *