মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিতে ধাক্কা খেল বসিরহাটের চিংড়ি রফতানি। এতদিন যেখানে ২৫ শতাংশ শুল্কে ভারতীয় চিংড়ি আমেরিকার বাজারে পৌঁছত, সেখানেই ২৭ অগস্ট থেকে কার্যকর হয়েছে দ্বিগুণ অর্থাৎ ৫০ শতাংশ শুল্ক। এর জেরে চিংড়ি ব্যবসায়ীরা কার্যত রফতানি বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলত মৎস্যজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে প্যাকেজিং শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক লক্ষ মানুষের জীবিকাই এখন টালমাটাল।
মার্কিন শুল্কের খাঁড়ায় বসিরহাটের চিংড়ি রফতানিতে ধাক্কা, বিপাকে বহু মানুষের জীবিকা