মুক্তি পাচ্ছে জুবিনের শেষ ছবি, নিঃশেষ টিকিট, শো বাড়াচ্ছেন হল মালিকরা

জুবিন গর্গের অকাল প্রয়াণে অসমের আকাশ-বাতাস ভারী। মাস ঘুরলেও চোখের জল বাঁধ মানছে না অসমবাসীর! তবে শিল্পী চলে গেলেও পৃথিবীর বুকে বেঁচে থাকে তাঁর সৃষ্টি। তাই জুবিনের শোক বুকে চেপেই এবার মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি, রই রই বিনালে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত গায়ক। রুপোলি পর্দায় জুবিনকে শেষবার দেখার জন্য ইতিমধ্যেই সব টিকিট কেটে ফেলেছেন অসমবাসী।

Leave a Reply