‘যশ-বল’ যশস্বীর, সেঞ্চুরি মিস সাইয়ের, ক্যারিবিয়ানদের শাসন করে চালকের আসনে ভারত

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর টিম ইন্ডিয়া। এবার দিল্লি টেস্টেও যেন একই ছবির পুনরাবৃত্তি! ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও, প্রথম দিনের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে আবারও ভারতই চালকের আসনে। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩১৮ রান। ক্রিজে অপরাজিত যশস্বী জয়সওয়াল (১৭৩) ও অধিনায়ক শুভমান গিল (২০)।

দিল্লিতে প্রথমবার অধিনায়ক হিসাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। শুরুতে সাবধানী ব্যাটিং করেন দুই ওপেনার — যশস্বী ও কেএল রাহুল। ৫৪ বলে ৩৮ রান করে রাহুল আউট হন ওয়ারিকানের বলে। তখন ভারতের রান ৫৮। লাঞ্চের সময় স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ৯৪।

এরপর লাঞ্চের পর বদলে গেল ম্যাচের চিত্র। সেট হয়ে যশস্বী শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। পরপর বাউন্ডারি হাঁকিয়ে তুলে নেন হাফসেঞ্চুরি। অন্য প্রান্তে সাই সুদর্শনও দেখালেন দুর্দান্ত ছন্দ। ইংল্যান্ডে ব্যর্থ হলেও কোচ ও অধিনায়কের আস্থার মর্যাদা রাখলেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করেও এক চমকপ্রদ ডেলিভারিতে আউট হন তিনি।

যশস্বীর ব্যাটে তখন রানের ঝড়। ৮২ বলে হাফসেঞ্চুরি থেকে মাত্র ৬৩ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন। জাতীয় দলের জার্সিতে এটি তাঁর সপ্তম শতরান। ২২৪ বলে ১৫০ পার করে শেষ পর্যন্ত অপরাজিত ১৭৩ রানে দিনের খেলা শেষ করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, যশস্বীর এই ইনিংসই প্রমাণ করছে তিনি এখন কতটা পরিণত ব্যাটার হয়ে উঠেছেন। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম সেঞ্চুরি করা এই তরুণের ব্যাটে আবারও সেই আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।

দ্বিতীয় দিনে বড় রান তুলতে পারলে ভারতের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা — আর যদি খেলা আড়াই দিনে শেষ হয়, তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *