রাজ্যের শিল্পে নতুন গতি – কলকাতায় হতে চলেছে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’

বঙ্গের শিল্প-সাফল্য ও ভবিষ্যৎ বিনিয়োগের দিশা তুলে ধরতে ১৮ ডিসেম্বর একটি বিশেষ ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’ আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কনক্লেভে উপস্থিত থাকবেন দেশের বড় শিল্পপতি ও বিনিয়োগকারীরা। তাঁদের সামনে রাজ্যের গত ১৪ বছরের শিল্প বৃদ্ধির বাস্তব তথ্য তুলে ধরেই হবে আলোচনা।

শুক্রবার নবান্নে সিনার্জি মিটিংয়ের পর এই কনক্লেভের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও অর্থ দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ অ্যাডভাইজার অমিত মিত্র। তিনি জানান — “যাঁরা সাফল্য পেয়েছেন, তাঁদের মুখেই শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে… সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে।”

এবার ফোকাস থাকবে কয়েকটি বড় সেক্টরে — ইস্পাত, জুয়েলারি, আইটি, এআই, ফিনটেক-সেমিকন্ডাক্টর, ফুড প্রসেসিং, পর্যটন, টেক্সটাইল, লেদার, ও ফার্মা/হেলথকেয়ার। রাজ্যের স্বাভাবিক সম্পদ-ভিত্তিক শিল্প ও রপ্তানির সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকেও গুরুত্ব দেওয়া হবে।

অমিত মিত্র আরও বলেন — “কনক্লেভ ও সামিটের মধ্যে অনেক তফাত আছে… এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কীভাবে তাঁরা বিনিয়োগ এনেছেন, কীভাবে তাঁরা তার সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কীভাবে রপ্তানি করছেন, তা তুলে ধরবেন।”

সেই কনক্লেভে নতুন প্রকল্প ও আসন্ন লগ্নি নিয়েও আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

Leave a Reply