স্বাধীনতা দিবসে প্রতিবারের মতো এবারও রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই আজ অসুস্থ হয় পড়ল ৩৫ জন পড়ুয়া। এরপর সেই অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিয়েছিলেন এই পড়ুয়ারা। এদিকে কী কারণে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কড়া রোদেই সেই সব পড়ুয়া অসুস্থ হয়ে থাকতে পারেন।
এদিকে অসুস্থ পড়ুয়াদের দেখতে রেড রোড থেকে হাসাপাতালে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির আছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা।