গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জিআরএসই) মুকুটে নয়া পালক। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দুর্গম পাহাড়ি অঞ্চলে ২৮০ ফুট দীর্ঘ ব্রিজ তৈরি করল সংস্থাটি। সবচেয়ে বড় কথা, যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২০ দিনের মধ্যে জোড়া লেনের মডিউলার সেতুটি তৈরি করা হয়েছে। ১০ জুলাইয়ে নয়া ব্রিজটি খুলে দেওয়া হয়েছে ভারতীয় সেনা ও স্থানীয়দের জন্যে।
লাদাখে প্রতিকূল পরিবেশে ২০ দিনে ব্রিজ নির্মাণ, গার্ডেনরিচ শিপবিল্ডার্সের মুকুটে নয়া পালক
