মাত্র ২০ দিনে লাদাখের লে থেকে অরুণাচল প্রদেশের কিবিথো পর্যন্ত ৩৬০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন তমলুকের অভিষেক তুঙ্গ। পথে কখনও মাইনাস ১০ ডিগ্রি ঠান্ডা, আবার কখনও ৪২ ডিগ্রির তাপেও থামেননি তিনি।
“অধিকাংশ দিন রাতেও সাইকেল চালাতে হয়েছে… দিনে সাড়ে পাঁচ-ছ’ঘণ্টার বেশি বিশ্রাম নেওয়া হয়নি কখনও।” — জানালেন অভিষেক। পাথুরে রাস্তায় একাধিকবার সাইকেল বিকল হলেও নিজেই মেরামত করে আবার যাত্রা শুরু করেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা অভিষেক বর্তমানে মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক। গত ২৩ সেপ্টেম্বর যাত্রা শুরু করে ১৩ অক্টোবর ফিরে আসেন তিনি। বন্ধুবান্ধবদের ভাষায়, “বাংলার নাম বিশ্বের মানচিত্রে তুলেছেন অভিষেক।”