‘শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি!’—শুক্রবার এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। শব্দবাজি নিয়ে এক মামলার রায়ে আদালত জানায়, দিল্লির মতো দেশের অন্য সব জায়গাতেও একই নিয়ম কার্যকর হওয়া উচিত। শব্দবাজি নিষিদ্ধকরণের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত।
‘শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি!’ মন্তব্য সুপ্রিম কোর্টের