এখন আর Rapido শুধুমাত্র বাইক বা ক্যাব বুক করার অ্যাপ নয়! ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন একগুচ্ছ ফিচার চালু করল সংস্থাটি।
বর্তমানে শহুরে জীবনে গন্তব্যে দ্রুত পৌঁছতে Rapido অ্যাপ অন্যতম জনপ্রিয়। কম খরচে ও অল্প সময়ে যাতায়াতের কারণে অ্যাপটি মানুষের পছন্দের তালিকায় বেশ উপরে। এবার সেই প্ল্যাটফর্মেই যুক্ত হলো আরও সুবিধা — ট্রেন, বিমান, বাস ও হোটেল বুকিংয়ের সুযোগ।
আগে যেখানে ট্রেন, ফ্লাইট বা বাসের টিকিট কাটতে আলাদা অ্যাপ বা ওয়েবসাইট খুলতে হতো, এখন সবই সম্ভব Rapido-র ভেতরেই। সংস্থা সূত্রে জানা গিয়েছে, Goibibo, Makemytrip ও Redbus-এর সঙ্গে হাত মিলিয়ে এই নতুন পরিষেবা চালু করেছে Rapido।
ব্যবহারকারীরা অ্যাপে ঢুকেই পাবেন নতুন ‘Travel’ অপশন। তাতে ক্লিক করলে দেখা যাবে ট্রেন, বাস, ফ্লাইট ও হোটেল বুকিংয়ের বিকল্প। নির্ধারিত দিন ও সময় বেছে নিয়ে কয়েক সেকেন্ডেই বুকিং সম্পন্ন করা যাবে।
Rapido-র পক্ষ থেকে জানানো হয়েছে, “এখন শুধু এয়ারপোর্টে পৌঁছে দেওয়াই নয়। আপনার ফ্যামিলি ট্রিপের যাবতীয় প্ল্যানিং হয়ে যাবে এক অ্যাপেই।” Makemytrip-এর তরফেও এই পার্টনারশিপের ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, Rapido প্রথমে শুধুমাত্র বাইক রাইড বুকিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে যুক্ত হয় ক্যাব সার্ভিস ও অন্যান্য ফিচার। এবার হোটেল ও টিকিট বুকিং যোগ হওয়ায় অ্যাপটি হয়ে উঠল আরও বহুমুখী ভ্রমণ সঙ্গী।