সারাদিনই রোদ-বৃষ্টির খেলা, মান্থার শেষ ঝাপটায় নাজেহাল রাজ্যবাসী! উত্তরবঙ্গে জারি সতর্কতা

ঘূর্ণিঝড় মান্থা (cyclone Montha) শক্তি হারালেও তার প্রভাব এখনও রাজ্যজুড়ে (weather update Montha effect)। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্রই ছড়িয়ে পড়েছে তার ছায়া। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে প্রবল বর্ষণের লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও (West Bengal) বৃষ্টি চলবে, যদিও তা আগের মতো তীব্র নয়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিনই রোদ-বৃষ্টির খেলা চলবে। উত্তরবঙ্গের চার জেলায় আজ ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোচবিহার ও উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির (৭–২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টি চলবে, তবে তুলনামূলকভাবে কম দুর্যোগ থাকবে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।

প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে তৈরি হয়েছে ধসের পরিস্থিতি। নদীগুলিতে বাড়ছে জলস্তর। জারি রয়েছে সতর্কতা।

Leave a Reply