স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরিতে চাপেঅস্ট্রেলিয়া

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে (India W vs Australia W)। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে ওপেনার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ঝকঝকে শতকে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সহ-অধিনায়ক স্মৃতি এই ইনিংসে ব্যাট হাতে রচনা করেন একাধিক রেকর্ড। মাত্র ৭৭ বলে শতক পূর্ণ করেন তিনি।

এটি স্মৃতির ক্যারিয়ারের ১২তম ওয়ানডে শতক। এই ইনিংসের মাধ্যমে তিনি তৈরি করেছেন একাধিক কীর্তি। স্মৃতির এই সেঞ্চুরি হলো ওয়ানডেতে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতক (Second-Fastest ODI Century)। দ্রুততম শতকের রেকর্ডটি রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌরের দখলে। হরমনপ্রীত ২০২৫ সালের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ বলে ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *